১৯ আগস্ট’২০ চলে গেলেন কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপের লড়াকু শ্রমিকনেতা সুনির্মল কান্তি সমাদ্দার। ১৯৭৫ সালের ২০ দিন ব্যাপী ঐতিহাসিক সর্বভারতীয় রেল আন্দোলনে বরখাস্ত হয়েছিলেন তিনি।
এ আই আর ই সি সংগঠনের নেতৃত্বে ছিলেন তিনি। তাঁকে সামনে রেখে এই অক্ষরসজ্জা–

লোক ও মানুষ
তমাল সাহা

লোক আর মানুষ–
দুটি শব্দের মধ্যে
তফাৎ কোথায়,
তুমি কি জানো?
সে বলেছিল আমায়।

সব উদ্ভিদ
যেমন বৃক্ষ নয়
সব লোক
তেমন মানুষ নয়।

উদ্ভিদ দুর্যোগে
লড়াই করে গাছ
গাছ আরও সংগ্রামে
বৃক্ষে পরিণত হয়।
লোক লোক-ই থাকে
যতক্ষণ না সে
জীবন যুদ্ধে ঋদ্ধ হয়।

মানুষ হলে তাকে নিয়ে
গল্প কবিতা প্রবন্ধ লেখা হয়।
লোক হলে সে স্বাভাবিকের দলে
অসাধারণ কিছু নয়।