অর্ধমাস অতিক্রান্ত হতে চলল পার্শ্বশিক্ষক আন্দোলন। চলছে লড়াই। চলবে লড়াই। শিক্ষকদের শপথ ,ফাইট টু দি লাস্ট,। আসুন লড়াই শব্দটি নিয়ে কিছু কথা বলি।
লড়াই শব্দটির কাছে
তমাল সাহা
লড়্ শব্দের সঙ্গে আই প্রত্যয় যোগে
লড়াই শব্দটি গঠিত হয়।
আই শব্দটি যোগ হওয়ায় আমার
যুগপৎ আনন্দ ও বিস্ময়।
বাংলা প্রত্যয় হলেও আই মানে তো আমি।
এতো ছোটবেলা থেকেই জানি।
লড়াইয়ের সঙ্গে আমার সংযোগ—
স্বতঃসিদ্ধ তখন থেকেই মানি।
দৃষ্টি চলে যায় আরও দূরে
আমি পথ হাঁটি ঘুরে ঘুরে।
আই শব্দটি একটি কৃৎ প্রত্যয়।
আমি ভাবি,
কৃৎ মানে তো কর্ম
প্রত্যয় মানে তো সাহসের দৃঢ়তা।
লড়াই শব্দটি দিচ্ছে কি তবে
কোনো অনাগত বারতা?
আরও ভাবি,
অন্য ভাবেও তো হতে পারতো,
এভাবে কেন হলো শব্দটির নির্মাণ?
জীবনের অন্য মানে তো লড়াই-সংগ্রাম।
আর আমি তো সর্বনাম।
যখন আমি, তুমি বা সে করে
লড়াই শব্দটি উচ্চারণ,
নিজেকেই তো আমরা করি সংযোজন!
আমি, তুমি ও সে মানে তো আমরা।
মনে রেখো আমরা! আমরা! আমরা!
মনে রেখো লড়াই! লড়াই! লড়াই!
আমৃত্যু লড়াই আমাদের প্রাণ ভোমরা।