অবতক খবর,২৪ জুলাই: বর্ষার মরশুম শুরু হতেই নড়েচড়ে বসল কাঁচরাপাড়া পৌরসভা। বেশ কিছু নির্মীয়মান আবাসন এবং পুরনো ও পরিত্যক্ত বাড়ির পাশাপাশি বিভিন্ন বাড়ি যেখানে আবর্জনা জমে রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ডেঙ্গু মশা জন্মাতে পারে, সেই সমস্ত জায়গায় নোটিশ দিল কাঁচরাপাড়া পৌরসভা। ঠিক সেই রকমই কাঁচরাপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সারদা দেবী স্কুল সংলগ্ন অঞ্চলে একটি নির্মীয়মান ফ্ল্যাট পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এই পরিত্যক্ত আবাসন নোংরা আবর্জনায় ভরে উঠেছে। পাশাপাশি এই আবাসন লাগোয়া রয়েছে একটি ডোবা। যেখানে নোংরা জল জমে রয়েছে। ফলত পৌরসভার পক্ষ থেকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে এবং এই নির্মীয়মান আবাসন যিনি তৈরি করছিলেন তাকে সাত দিনের মধ্যেই বিভিন্ন নথিপত্র সহ পৌরসভায় সাক্ষাৎ করতে বলা হয়েছে। শুধু তাই নয় আবাসন লাগোয়া যে ডোবাটি রয়েছে তা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
এই আবাসনকে ঘিরে স্থানীয় অধিবাসীদের একাধিক অভিযোগ ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে এই আবাসন থেকেই একটি দুর্ঘটনা ঘটে।
তবে কাঁচরাপাড়া পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা।