অবতক খবর,২৮ সেপ্টেম্বর: আজ কাঁচরাপাড়া স্টেশনের বাইরের মুক্তাঙ্গন অঞ্চলে শহীদ ভগৎ সিং স্মরণ কমিটি ভগৎ সিংয়ের ১১৩তম জন্মদিবস পালন করে। সাধারণ মানুষ নিজের বাড়িতে যেভাবে প্রিয়জনের জন্মদিন পালন করেন, ভগৎ সিংকে নিজেদের কাছের মানুষ প্রিয়জন মনে করে সেইভাবেই জন্মদিন পালন করল শহীদ স্মরণ কমিটি। এদিন ভগৎ সিংকে সামনে রেখে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়, ফুঁ দিয়ে নেভানো হয় এবং ভগৎ সিং নামাঙ্কিত একটি কেক কাটা হয়।
ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন এই কমিটির অন্যতম পরিচালক চন্দন রায়,প্রবীণ সাংবাদিক তমাল সাহা এবং কমিটির সমস্ত সদস্য।
স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিং-এর গুরুত্ব, তাঁর বৈপ্লবিক চেতনা সম্পর্কিত দু’চারটি কথা সদস্যের সামনে উপস্থাপিত করেন কবি ও সাংবাদিক তমাল সাহা।
এই জন্মদিন উপলক্ষে ২০০ জন সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।