অবতক খবর,৬ ফেব্রুয়ারি: পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যায় টিটাগর থানার বামফ্রন্ট নেতৃত্ব। ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় অভিযোগ, টিটাগর থানার পুলিশ মাইকের তার ছিড়ে দেয়।
পাশাপাশি বামফ্রন্ট কর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় 3 জন বামফ্রন্ট কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা যথেষ্ট রনক্ষেত্র হয়ে ওঠে। এই ঘটনার প্রতিবাদে টিটাগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা।