অবতক খবর,২৪ আগস্ট:শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।মৃতের নাম অশোক মাঝি(৩৮)।
মঙ্গলবার দুপুরে ফের অশান্তি বাঁধে বর্ধমানে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের উপর হামলার অভিযোগ উঠে দলেরই একাংশের বিরুদ্ধে। বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের অভিযোগ পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে খালাসি পাড়ায় তাকে কয়েকজন বহিরাগত রড, লাঠি দিয়ে আক্রমণ করে। কোন ক্রমে তিনি বেঁচে যান।
তাঁর দাবী আক্রমণকারীরা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ও তৃণমূল নেতা শিবশংকর ঘোষের অনুগামী। তাদের অঙ্গুলি হেলনেই তাঁর উপর হামলা করা হয়।
হামলার ঘটনায় প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিম অশোক মাঝি ও তার স্ত্রী চন্দনা মাঝি জখম হয়।গুরুতর জখম অশোক মাঝিকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
সন্ধ্যায় হাসপাতালে অশোক মাঝির মৃত্যু হয়।।
এলাকায় অশোকের মৃত্যুর খবর পৌঁছাতেই ৬ নম্বর ওয়ার্ড উতপ্ত হয়ে ওঠে বর্ধমান কালনা রোডে অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।