রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: বাগনানে যুবতীকে শ্লীলতাহানি করার চেষ্টার ঘটনায় রাজ্যের সমবায় মন্ত্রী ও তৃণমূলের হাওড়া সদরের সভাপতির বক্তব্যকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। আজকে শাঁকরাইলে এসে তিনি মন্ত্রীর বক্তব্যকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন শাসক দলের শেষ সময় এসে গেছে। তাই এইসব কাজ করছে তৃণমূল কংগ্রেস।
ঘটনার দিন মন্ত্রী বলেন ওই মেয়েটির সাথে ওই দুই ধৃত ব্যক্তির সম্পর্ক আছে। আজকে সেই মন্তব্যর বিরুদ্ধে পাল্টা বলেন এই বিজেপি নেতা। তিনি বলেন ওই অপরাধীদের সাথে অরূপ রায়ের কি সম্পর্ক আছে সেটা খতিয়ে দেখার বিষয়। তিনি আরো বলেন এই শেষ সময়ে অপরাধীদের সঠিক শাস্তি দিলে পুণ্য অর্জন হবে। তিনি আরো দাবি করেন কোনো ভালো মানুষের বাড়ি থেকে কাটারি উড়ে আসে না। সেই কাটারির আঘাতে বিজেপির এক যুব সদস্য আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরো বলেন যদি মন্ত্রীর বাড়ির দিকে কেউ কাটারি ছুড়ে মারে মন্ত্রী কি তাকে সমাজসেবী বলবেন! তাকে কি পুরস্কার দেবেন!
তিনি আরো দাবি করেন শাসক দলের ভেতরে ঘুন লেগে আজকে এই অবস্থা। তিনি ওই পঞ্চায়েত সদস্যার অপসারণের দাবিও তোলেন এবং কেন এখনো সে সেই পদে রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন বিজেপি দল অহিংসায় বিশ্বাস করে কিন্তু নিজের আত্মরক্ষার অধিকার সকলের আছে।