অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বারবার আবেদন জানাচ্ছেন এই করোনা পরিস্থিতির সময় কোনো রাজনীতি না করতে। বরং মানুষের পাশে দাঁড়াতে। সেই আবেদন কে কার্যত উপেক্ষা করেই গতকাল শাসক দলের বিধায়কের নেতৃত্বে আয়োজিত হলো পথসভা। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উদয়নারায়ণপুর বিধানসভার পাঁচারুল,কানুপাট,সিংটি সহ ৬ টি অঞ্চলের প্রায় ২ হাজার কর্মী-সমর্থক সিপিআইএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা নিজেই। এদিনের সভায় যে সকল দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল তাদের অনেকের মুখেই মাস্ক অব্দি ছিল না। তাই এভাবে লকডাউনের মধ্যে কিভাবে রাজনৈতিক সমাবেশ করার অনুমতি পুলিশ প্রশাসনের তরফে পাওয়া গেলো তাই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি যেভাবে সমাবেশে করোনা সংক্রান্ত সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলো তাতে গসমাবেশে আসা সাধারণ মানুষের মধ্যে এই রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়লো।
প্রসঙ্গত রাজ্যে করোনা মানচিত্রে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। জেলায় ৯৭৩৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৫ জন। মোট মৃতের সংখ্যা ২৪৯ জন। শেষ ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এই ধরণের সমাবেশ পুলিশ প্রশাসনের ঢিলেঢালা মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল।