অবতক খবর,৫ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:্আজ ৫ই সেপ্টেম্বর সারাদেশে ভারতবর্ষের প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি দার্শনিক, শিক্ষাবিদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে, আজ বিকালে মন্তেশ্বর নিম্ন বুনিয়াদ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের ১ নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ দার্শনিক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, কেন আজ শিক্ষক দিবস পালন করা হয়, তার সম্পর্কে স্মৃতিচারণ, গান ,আবৃত্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক, গুণীজন, এবং সাংবাদিকদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করেন মন্তেশ্বর ব্লক, প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং সাংবাদিকদের একটি করে মানপত্র ফুলের মিষ্টির প্যাকেট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন শিক্ষক শিক্ষিকারা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জি, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।