অবতক খবর,১৫ মে: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার দাবিতে শুরু হয়েছিল ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। তারা চাইছিলেন যাতে, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক।

আর ছাত্র-ছাত্রীদের এই দাবির কথা মাথায় রেখে কয়েকদিন আগেই রাজ্যের শিক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য।

তিনি তাঁর কাছে আবেদন করেছিলেন,যাতে এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের দিকটিও বিবেচনা করে দেখা হয়।

এমতাবস্থায় কল্যাণী বিশ্ববিদ্যালয় জানিয়ে দিলো তাদের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই হবে।

আর এর জন্য ছাত্রছাত্রীরা ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির তৃণাঙ্কুর ভট্টাচার্য্যকে।