অবতক খবর,২৭ এপ্রিল,কলকাতা,সুমিত: রাত ৮টা ২৫ -এর রানাঘাট লোকাল ছাড়ার পরই বিকট শব্দ হয়। আগুনের গোলার মতো বিস্ফোরণ হতেও দেখা যায়। মনে করা হচ্ছে, তারে হয় ওই বিস্ফোরণটি। এরপর ১নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। তারপরই শিয়ালদহ কারশেড থেকে পরপর প্রত্যেকটি ট্রেন দাঁড়িয়ে যায়। শেষ ট্রেন ছাড়ে ৮টা ১০ নাগাদ (কল্যাণী সীমান্ত লোকাল)।
ট্রেনে থাকা এক যাত্রী জানান, বিস্ফোরণের আগুনের আলো অনেকগুলি ট্রেন পর্যন্ত ছড়িয়ে যায়। যাত্রী-সহ রানাঘাট ট্রেনটি ছাড়ার পরও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। আপ-ডাউন দুই রুটেই বন্ধ থেকে ট্রেন চলাচল। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। একে গরম। তার উপর ঘরে ফেরার অনিশ্চয়তা। মাঝে শোনা যাচ্ছিল ট্রেন চলবে না আজ গোটা রাত। যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ চোখে পড়ে। বাড়িতে ফোন করে প্রত্যেকে জানাতে থাকেন নিজেদের খবর। অনেকে আবার ট্রেন থেকে নেমে অন্য পথ বেছে নেন বাড়ি ফেরার। রাত ৮টা ৩২ মিনিটের গেদে লোকাল ছাড়ে রাত ৯টা ৪ মিনিটে। তখনও পর্যন্ত বিস্ফোরণ হওয়া রানাঘাট লোকাল দাঁড়িয়ে ছিল। রেলের রক্ষণাবেক্ষণের ত্রুটি স্বাভাবিকভাবেই চোখে পড়ছে।