অবতক খবর, শিলিগুড়ি: আগামী পুরসভা নির্বাচনে টিকিট পাবে যোগ্যরাই জানালেন দার্জিলিং জেলার তৃনমুল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার। মঙ্গলবার  এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানান দলই শেষ কথা বলবে। টিকিট পাওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি আরো জানান, প্রতিটি ওয়ার্ডে যোগ্য লোকেদেরই টিকিট দেওয়া হবে,জনপ্রতিনিধিদের জনপ্রিয়তা কতটা তা দেখেই টিকিট দেবে দল।

গত কয়েকদিন ধরে পুরসভার টিকিট নিয়ে তৃনমুলের অন্দরমহরে বিস্তর আলোচনা চলছে। কে প্রার্থী হবেন বা কে টিকিট পাবেন না এই নিয়েও চারিদিকে প্রচুর খবর ছড়িয়েছে। সুত্র মারফৎ জানা  গিয়েছে, ৪-৫ জন বাদে বিশেষ পরিবর্তন হবে না তৃনমুলে। এর মধ্যে বিধান মার্কেট, পাঞ্জাবী পাড়া এবং ৯ নম্বর ওয়ার্ড নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়ছে। ৪০নম্বর  ওয়ার্ডেও প্রচুর অভিযোগ, তবে তৃনমুলের নতুন কাউন্সিলারদের মধ্যে মহিলা কাউন্সিলারদের টিকিট পাওয়ার সম্ভাবনা পাকা।

পিকের দল তৃনমুলের নতুন কাউন্সিলার বিশেষ করে মহিলা কাউন্সিলারদের বিষয়ে ভাল রিপোর্ট জমা দিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। তৃনমুলের এক মহিলা কাউন্সিলারের মহিলা সদস্যদের নিয়েও সুনাম আছে। তাই সবমিলিয়ে টিকিট দেওয়ার  ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েই চলছে তৃনমুল।