অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়িতে আশ্রমপাড়া, হাকিমপাড়া এবং কলেজপাড়াতে রাস্তার উপরে বিক্রি হচ্ছে অবৈধ খাবার। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে এইভাবে খোলা খাবার বিক্রি হচ্ছে তা নিয়ে কথা উঠছে। করোনার সময়ে একজায়গাতে যেখানে খোলা খাবার বিক্রি একেবারেই নিষিদ্ধ সেখানে এইভাবে রমরমিয়ে বিক্রি হয়ে যাচ্ছে খোলা খাবার যেটাতে সংক্রমনের আশঙ্কা থেকেই যাচ্ছে।
শিলিগুড়ির হাকিমপাড়া এবং কলেজপাড়াতে রোজ বিক্রি হচ্ছে ফুচকা,আলুকাবলি ঝালমুড়ি প্রভৃতি। এবং রোজই প্রায় এক দেড়শো জনের মত লোকের জমায়েত হচ্ছে। আর এতেই ক্ষুদ্ব হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।