শিশুঘাতী যুদ্ধ
একটি ইংরেজি গান যা ভাইরাল হয়েছে। গায়ক এক শিশু। তার ভাবানুবাদ
একটা প্রকাশ করার মত দুঃখ আছে
একটা কষ্টের কান্না বয়েই চলেছে
চেয়ার টেবিল সব শূন্য পড়ে আছে
বন্ধুরা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে।
তারা বিপ্লবের কথা বলেছিল
এইখানে তারা আগুনের শিখা জ্বেলেছিল
এইখানে তারা আগামীর গান গেয়েছিল
কিন্তু আগামী তো এলো না আর
কিছু কি তার হয়েছিল?
কোণের ওই টেবিল থেকে
একটা নতুন পৃথিবীর জন্ম তারা দেখেছিল
তারা মিলিত কন্ঠে জেগে উঠেছিল
আমি শুনতে পেয়েছিলাম প্রতিটি শব্দ তাদের গানের উচ্চারণে
আবার তারা মিলিত হবে ব্যারিকেড ভেঙে এক আকাঙ্ক্ষিত ভোরের ময়দানে।
হে বন্ধুরা আমার!
ক্ষমা ক’রো! ক্ষমা ক’রো আমায়
আমি বেঁচে আছি আর তোমরা চলে গেছো
এই দুঃখের কথা আমি রাখবো কোথায়
এই যন্ত্রণা বয়ে চলেছে, কান্না হয়ে বয়ে যায়…
জানালায় দেখি তোমাদের অশরীরী মুখ
মেঝেতে পড়ে আছে অশরীরী ছায়া
শূন্য চেয়ার শূন্য টেবিল,এ মোহমায়া
হে বন্ধু! তোমাদের সঙ্গে দেখা হবে না আর
চোখের জল মোছা যায় কত বার!
হে বন্ধুরা আমার! জিজ্ঞাসা ক’রো না
কি জন্য তোমরা জীবন বলি দিয়েছিলে
চেয়ার টেবিল শূন্য, একদিন বসেছিলে!
আমার বন্ধুরা আর গাইবে না গান
এই দুনিয়ার মাহফিলে!
© তমাল সাহা