সাজ্জাদ হোসেন আহমেদ, অবতক খবর, কোচবিহার : শীতলকুচিতে ঝটিকা সফরে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি শীতলকুচির কয়েকটি নির্মীয়মান কাজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন। শীতলকুচির বামুনপাড়া থেকে গোসাসাইর যাবার পথে খুটামারা নদীর উপর নির্মীয়মান ব্রিজ এবং শীতলকুচি বাজারে কমিউনিটি হলের সংস্কারের কাজ তিনি সরেজমিনে তদন্ত করে দেখেন।
উন্নয়ন মন্ত্রীর সাথে ছিলেন প্রাক্তন বনমন্ত্রী তথা শীতলকুচি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক হিতেন বর্মন ও শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মালতি পাল। নির্মীয়মান কাজের উন্নয়ন দেখে তিনি শীতলকুচি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে শতাধিক কর্মীর উপস্থিতিতে একটি সভায় বক্তব্য রাখেন। এই সভায় রবীন্দ্রনাথ ঘোষ নতুন এবং পুরাতন এর প্রশ্ন তোলেন। তিনি পুরাতন কর্মীদের কাজে ঝাপিয়ে পড়তে আহবান জানান। যদিও তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন হিতেন বর্মন, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মালতি পাল এবং সহকারি সভাপতি আবেদ আলী মিয়া, গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি বর্মন, বিধানসভা কমিটির সদস্য তপন গুহ এবং অন্যান্য নেতৃত্ব গন। উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এই সফরের দেখা গেল না শীতলকুচি বিধানসভা কমিটির আরো কয়েকজন সদস্য কে। মন্ত্রীর সফরে ছিলেন না শীতলকুচি বিধানসভা কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পূন্যগোবিন্দ সিংহ, প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ সাহের আলী মিয়া সহ অন্যান্যদেরও।