অবতক খবর , সুজিত , হুগলীঃ- উত্তরপ্রদেশ মডেল ফলো করলে এখনই তৃনমূলকে চলে যেতে হত না,হুগলী জেলার চুঁচুড়া বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠকে বলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌয্য । বিজেপি নেতার দাবী উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর ভ্রষ্টাচার শেষ হয়েছে।
গুন্ডা মস্তান মাফিয়ারা, হয় জেলে না হয় রাজ্য ছেড়ে পালিয়েছে। আর পশ্চিমবঙ্গে এখন ভ্রষ্টাচারে ভরে গেছে।কেশবপ্রসাদ এও বলেন এখন আর ইউপি মডেল ফলো করলেও কিছু লাভ হবে না। ২০০ র বেশি আসন জিতে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে । হুগলী জেলায় সব আসনও জিতবে বলে দাবী করেন কেশবপ্রসাদ মৌয্য ।
জেপি নাড্ডার কনভয়ে হামলা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে সমালোচিত হয়েছে । বিজেপি কর্মিদের খুন করা হচ্ছে । শতাধিক ইতিমধ্যেই মারা গেছে হাজারের বেশি জেলে গেছে।এখানে তৃনমূল অপরাধীদের সংরক্ষণ করে । তৃনমূল ছন্নছাড়া হয়ে গেছে। তৃনমূল ছেড়ে আগামী দিনে আরও অনেকে আসবে বিজেপিতে বলেন কেশবপ্রসাদ।যারা ছিলো তৃনমূলের নেতা তাড়াই এখন বিজেপির নেতা তাহলে সাধারন মানুষ বিভ্রান্ত ,এ প্রশ্নে বিজেপি অবজারভার বলেন,বিভ্রান্তির কোন জায়গা নেই।কারা বিজেপি আসবে কারা আসবে না তা দেখার জন্য একটা দল করা হয়েছে।তাড়াই ঠিক করছে।
কৃষকদের ভালোর জন্য কৃষি বিল আনা হয়েছে । যারা আন্দোলন করছে তাড়া মোদি বিরোধী। যে দাবী করা হচ্ছে কৃষি আইন প্রত্যাহারের সেটা হলে কৃষকদেরই ক্ষতি হবে । সরকার কৃষকদের সঙ্গে একাধিকবার কথা বলেছে এখনো তাদের কথা শোনার জন্য বসে আছে।কর্মসংস্থান নিয়েও সরব হন কেশবপ্রসাদ। বলেন,ন্যানো কারখানাকে তাড়ানো হয়েছে, রাজ্যে কোনো শিল্প নেই।
সাংবাদিক বৈঠকের পর উপ মুখ্যমন্ত্রী হুগলী চুঁচুড়া পুরসভার দশ নং ওয়ার্ড ঋষিকেষ পল্লীতে বাড়ি বাড়ি গিয়ে জন সম্পর্ক করেন।
কয়েকটি বাড়িতে গিয়ে কথা বলেন মানুষের সাথে।বিজেপির দেওয়াল লেখেন তিনি । পরে চুঁচুড়া লোহাপট্টিতে একটি লজে বুদ্ধিজীবিদের সঙ্গে বৈঠক করেন।পরে বাইশ নং ওয়ার্ডে বিশ্বনাথ মন্ডের বাড়িতে দুপুরের আহার করেন। মেনুতে ছিল মাটির থালায় ভাত,বেগুন ভাজা, ডাল,আলু পোস্ত,আলু ফুলকপি,পনির,চাটনি,পাপর,রশগোল্লা, দই। বিকেল চারটে নাগাত উত্তরপাড়ায় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।