অবতক খবর , বিজু , বর্ধমান :- শীতের মরসুমে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো আসানসোল।এদিন সকাল থেকে আসানসোলের ২ নং জাতীয় সড়কের কালিপাহাড়ি সহ শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়।

এর কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমান্যতা কমে যায়।এর ফলে যানবাহন ধীর গতিতে চলাচল করে।এমনকি আলো জ্বালিয়ে যানবাহনগুলি চলাচল করেছে।জানা গিয়েছে, শীতের মরসুমে এই প্রথম ঘন কুয়াশাছন্ন দেখা গেল।

প্রাতঃভ্রমণ কারীরা এই কুয়াশার আনন্দ উপভোগ করেছেন।সব মিলিয়ে ঘন কুয়াশার দাপট দীর্ঘদিন দেখা দিয়েছে।পরে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপট সরে যায়।