অবতক খবর,২১ জুলাইঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলার কার্যালয় থেকে বেরিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপারের অফিসে যান। বিষ্ণুপুরের দড়ি কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ভোলানাথ মন্ডল কে খুন করা হয়েছে এমনই অভিযোগ বিজেপির। অভিযোগ ভোটের বেশ কয়েকদিন আগে তাকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মারা যান।
পরিবারের লোকজনের অভিযোগ হাসপাতাল থেকে মৃতদেহ তৃণমূলের দুষ্কৃতীরা নিয়ে চলে আসে এবং দেহ ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। এই অভিযোগ বিষ্ণুপুর থানায় জানাতে গেলে তাদের থেকে অভিযোগ নেওয়া হয়নি। সেই কারণেই আজ শুভেন্দু অধিকারী নিজেই মৃত ভোলানাথ মন্ডলের স্ত্রী ও সন্তানদের নিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপারের অফিসে এসে লিখিত অভিযোগ জানান।