বাইশে শ্রাবণ আসে্ ঋষিকল্প মানুষটি চলে যায়। লক্ষ লক্ষ মানুষ কাঁদে। একটি মানুষকে অসংখ্য মানুষ ঘিরে থাকে। বলে, যেও না, যেও না, থাকো এইখানে।

শেষবেলার গান
তমাল সাহা

১) হে বিশ্বপথিক

বিধ্বস্ত কাল,বিশ্ব দুর্দিন।
আজ দিক হতে দিগন্তে
মৃত্যু পতাকা উড্ডীন!
এই শ্রাবণধারায়
তোমাকে শ্রদ্ধায় স্মরণ
মন বেপথু হয়ে দাঁড়ায়।

হে মানব পথিক! হে পান্থজন!
তুমি বলেছো,
এই আকাশতলে আদিগন্তবিস্তৃত বিশ্ব-নিকেতন।
সকলের সাদর আমন্ত্রণ।
বলেছো,
তোমার পাশে যারা আছে
আলিঙ্গনে যেও সকলের কাছে।

হায়! নৈকট্য শব্দটি দূরে চলে যায়।
মূল্যবোধ এখন জন্মভূমি বিক্রির পথ দেখায়। ‌

তুমি বলো, হে বিশ্বপথিক!
কিভাবে তোমার কাছে যাই।
তোমার পাদ স্পর্শ করি, ঘনিষ্ঠ হই, মঙ্গলশাঁখ বাজাই!

ওরে গৃহবাসি! খোল দ্বার…
কবে গাইবো আবার এই বৃন্দগান।
সেই নৈসর্গিক দিন
কবে শুনিব আবার শুভ কলতান!

আশা জাগে, তবু আশাহত মনে
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।

২) সে যায়

পাগলা হাওয়ার বাদল দিনে
কে যাস রে তুই ফুল কুড়োতে
কোন বাগানে?

কারে ফেলে যাস রে তুই
আকাশ থেকে কান্না নামে
চোখ ভেসে যায় অশ্রুবানে!

আমার মনের মানুষ যায় হারিয়ে
শূন্য করে হৃদয় আমার
পূর্ণ ক’রে বিষাদ গানে।

যায়!যায়! সে চলে যায়
বারি নামে উতল ধারায়…