শ স ষ: শিক্ষা
তমাল সাহা

বাংলা ভাষায় তিনটি বর্ণ আছে
তালব‍্য শ,দন্ত‍্য স, মূর্ধন্য ষ।
তিন বর্ণেই লুকিয়ে আছে
তোমার সব এবং শব।

এই তিন বর্ণে তৈরি দুটি শব্দ
শিখতে পারলেই তুমি জেনে যাবে
কাকে বলে রাষ্ট্র।
শব্দ দুটি শিখে নাও দ্রুত স্পষ্ট

শব্দ দুটি বলো তো কি?
শাসন এবং শোষণ—
এর জন্যই তো গণতন্ত্র (!)
পুলিশ মিলিটারি মস্তান
এতো এতো আয়োজন।

তাহলে আসলে
তুমি কি শিখলে আমার কাছে?
শাসন শোষণ
এই দুটি শব্দ শিখলে
খুব সহজেই
রাষ্ট্র চলে এলো তোমার কাছে।

যাক, আজ এই পর্যন্ত থাক।
কাল পুলিশ ও মস্তান নিয়ে
আলোচনা হবে, শুনে রাখ।