অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :- হাওড়া গ্রামীণ জেলার সংখ্যালঘু মোর্চার ডাকে জন সভায় সংখ্যালঘুদের ঢল আমতা সেহাগড়ীতে। হাওড়া গ্রামীনের বিস্তীর্ণ এলাকা থেকে সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে পাঁচ থেকে ছ’হাজার কর্মী বিজেপিতে যোগদান করলেন।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,প্রাক্তন সাংসদ জ্যোর্তিময় সিকদার, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন,হাওড়া গ্রামীণের বিজেপির সভাপতি শিব শংকর বেজ, হাওড়া জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মাকসুদ আলী সহ একাধিক বিজেপির একাধিক নেতৃত্বরা।
দিলীপ ঘোষ বলেন এরাজ্যে সংখ্যালঘুদের নিয়ে তৃণমূল সরকার খেলছে তাদের কোনো মর্যাদা নেই। এতদিন সংখ্যালঘু ভাইদের ভুল বোঝাচ্ছিল তৃণমূল আজ হাজার হাজার সংখ্যালঘু ভাই বিজেপিতে যোগদান করছে।