অবতক খবর, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসাত হেলাবটতলা পর্যন্ত সিএএ ও এনআরসির পক্ষে অভিনন্দন যাত্রার সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সঞ্জয় সিং, অভিনেতা জয় ব্যানার্জি ও বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় । এই অভিনন্দন যাত্রায় প্রায় কুড়ি হাজার মানুষ অংশ নেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘সংবিধান মেনে দেশের সংসদ সিএএ পাশ করিয়েছে । রাষ্ট্রপতি আইনে স্বাক্ষর দিয়েছে। নরেন্দ্র মোদীজির ৫৬ ইঞ্চি বুকের ছাতি আছে। তাই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছে।’ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষের বক্তব্য, ‘গান্ধীজি থেকে শুরু করে জওহরলাল নেহেরু , বল্লভভাই প্যাটেল ,মনমোহন সিং ,সিপিএমও এই লোকগুলোকে নাগরিকত্ব দেওয়ার জিগির তুলেছিল। কিন্তু কেউই তাদের নাগরিকত্ব প্রদান করেনি। নরেন্দ্র মোদীজির মনের জোর আর ইচ্ছে আছে। তাই আইন পাশ করিয়ে নরেন্দ্র মোদী নাগরিকত্ব প্রদানের সুযোগ করে দিয়েছেন।