অবতক খবর,১৯ মার্চ:  এবার সাইবার ক্রাইম বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক সচেতনতামূলক সাইকেল রেলির আয়োজন করা হল ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে।

এদিন সকালে ইসলামপুর তিস্তাপল্লীর মাঠ থেকে একটি সাইকেল রেলি বের করা হয়। এবং এই সাইকেল রেলিটি ইসলামপুর, রামগঞ্জ, সুজালি হয়েছে চোপড়া এলাকায় ঘুরবে। এবং মাঝে মধ্যে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে ।