অবতক খবর,৫ অক্টোবর,ধূপগুড়ি: সদ্যজাত এক শিশু কন্যার মৃত্যুতে চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। হাসপাতাল সুত্রে জানা গেছে, নথুয়ার হাজীপাড়ার বাসিন্দা এক মহিলা গত শনিবার গভীর রাতে কন্যা সন্তানের জন্ম দেয়। হাসপাতাল ভর্তি থাকা কালীন সোমবার সকালে শিশু টিকে পোলিও টিকা দেওয়া হয়। শিশুটির পরিবারের অভিযোগ, এরপর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তারপর কর্তব্যরত ডাক্তার , নার্সরা শিশুটির ঠিক মতো চিকিৎসা করেনি।অবশেষে সোমবার রাত ৯.৩০ নাগাদ শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। চিকিৎসার গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের লোকজনেরা গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। খবর পেয়ে তড়িঘড়ি হাসপতালে এসে উপস্থিত হয় ধুপগুড়ি থানার পুলিশ। হাসপতালে ছুটে আসেন ধুপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস ও ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যি মিতালী রায় তিনি পরিবারের সাথে কথা বলেন তাদেরকে আশ্বস্ত করেন।