অবতক খবর,২৬ এপ্রিল: সপরিবারে বিপ্রীত বুথে ভোট দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ।নব্বই বছর বয়সী মাকে ও প্রথম ভোটার মেয়েকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি বলেন , ঈদ দুর্গাপূজা মত উৎসব হল ভোট উৎসব। আমরা গণতান্ত্রিক নিয়ম মেনে আমরা ভোটে অংশগ্রহণ করি। ইসলামপুর গোয়ালপুকুর ও চাকুলিয়া এই তিন বিধানসভা এলাকায় আমরা এগিয়ে থাকবো। রায়গঞ্জ কালিয়াগঞ্জে যতটা পিছিয়ে থাকবো, সেই ভোট আমরা মেকআপ দিয়ে জয়লাভ করব।
মহুয়া গ্রাম পঞ্চায়েতে ভোটে নিয়োজিত বিএসএফ কর্মীদের একাংশ একটি ফুলে ভোট দিতে বলেন ভোটারদের। এই মর্মে তারা ভোটারদের বিভ্রান্ত করার পাশাপাশি ভয়-ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ। বিষয়টি মহকুমা শাসক কে জানানোর পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনার কেউ জানানো হবে। ভিক্টর কে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার প্রশ্নই তিনি বলেন ভিক্টরের পরিবার এই এলাকায় 44 বছর শাসন করেছে তারা এলাকার উন্নয়নের জন্য কোন কাজ করেনি। আর জয় বাংলা স্লোগান দেওয়া কোন অপরাধ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এত উন্নয়ন করেছেন যে মানুষ অন্য কাউকে ভোট দেওয়াতে পারছে না। আমাদের রাজ্য থেকে ৪২ টি আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনিভাবে গুজরাটে নরেন্দ্র মোদি কে সব আসন দিয়েছিল। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ তাই হতে চলেছে।