আজ আবৃত্তি শিল্পের পথিকৃৎ কাজী সব্যসাচীর জন্মদিন

সব্যসাচী
তমাল সাহা

ওই দেখো কে চলে যায় দূরে…
উচ্চারণ শিল্পিত হ’লে তাকে বলে আবৃত্তি
কে শিখিয়েছিল তোমাকে কে তার পথিকৃৎ –কন্ঠ ছাড়ো জোরে।

জনমধ্যে বিদ্রোহী কন্ঠ উচ্চারণে
কে ছড়িয়ে দিয়েছিল কবির কথা,
আমি কবি হতে আসিনি
আমি এই পৃথিবীর কুলি মজুরের, খিদে পেটে অনাহারে মানুষের,সে তো কাজী সব্যসাচী!
তার সেই উদাত্ত কণ্ঠ নিয়ে আজও আমরা বেঁচে আছি।

বল বীর উন্নত মম শির…
সৃষ্টি সুখের উল্লাসে….
দুলিতেছে তরী ফুলিতেছে জল– কান্ডারী হুশিয়ার
সেই কন্ঠ কবে ফিরিয়া আসিবে আর!
দাও শৌর্য , দাও ধৈর্য….
তুমি আমাদের জীবনে অপরিহার্য।

জনকের যেমন লিখন তেমনই জাতকের কন্ঠ ।
কত আবৃত্তি শুনেছি, তোমার কাছে সব লণ্ডভণ্ড!