অবতক খবর,জলপাইগুড়ি,২৬শে ফেব্রুয়ারি:- সমকাজে সমবেতন প্রদান শিক্ষিকার সিসিএল লিভ প্রদান, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফার প্রদান,

নিযুক্তি দিন থেকেই ইপিএফ প্রদান, কর্মরত অবস্থায় মৃত পার্শ্বশিক্ষকের পোষ্যকে চাকরি প্রদানের দাবিতে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির জেলা কমিটির ৩য় সন্মেলন অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি কর্মচারী ভবনে। পতাকা উত্তোলনের মাধ্যমে সন্মেলনর কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের সহ সভাপতি মহুয়া চক্রবর্তী। সন্মেলনের উদ্ধোধন করেন সিআইটিইউ এর জেলা সম্পাদক জিয়াউল আলম। তিনি তার বক্তব্যে বলেন কেন্দ্র ও রাজ্য সরকার এর ভ্রান্তনীতির ফলে শিক্ষাক্ষেত্রে এই দুরবস্থা তাই নীতি পরিবর্তন এর লড়াইয়ে সকল কে এগিয়ে আস্তে হবে। শাষক চাইছেন কম খরচে অনেক কাজ করাতে,এরা চাইছে শিক্ষা ক্ষেত্রকে বেসরকারিকরণ করতে। রবিবার সারাদিন ব্যাপী এগ সন্মেলনে মোট ১০টি ব্লকের প্রায় ২৫০ জন প্রতিনিধি উপস্থিত হন। ১০টি ব্লকের ১করে মোট ১০জন প্রতিনিধি প্রতিবেদনের উপর আলোচনা করেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হল অমির দাস।

বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক কমল বাড়ৈ অভিযোগ করেন

রাজ্য সরকার মেলা খেলা নিয়ে ব্যস্ত সরকারি আসার আগে তৃণমূল নেত্রী বলেছিলেন তারা সরকার গঠন করলে পার্শ্ব শিক্ষকদের সম্মানজনক মায়নার বন্দোবস্ত করবেন সরকার তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতির আখড়ায় পরিণত করছে।

গোটা শিক্ষা দপ্তর মন্ত্রিসচিবসহ সকলে জেলে যোগ্য চাকরিপ্রার্থীরা দিনের পরদিন রাস্তায় বসে আন্দোলন করছে। পার্শ্ব শিক্ষকদের প্রাপ্য ভাতায় তাদের সংসার চালানো দায়

আগামী দিনে জীবন ধারণের মতন ভাতা প্রদান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানান তিনি।সন্মেলন থেকে মোট ৪৩ জনের নতুন কমিটি গঠিত হয়। নবনিযুক্ত সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ সাহা ও সম্পাদক হিসাবে পুন নির্বাচিত হয়েছেন কমল বাড়ৈ।