অবতক খবর :: শিলিগুড়ি :: সমাজের উপকার করে চলেছেন সমাজসেবী বাপন ঘোষ। এই আড়াইমাস লকডাউনের বাজারে প্রতিদিনই মানুষের জন্য করে চলেছেন সেবামুলক কাজ। পাশে দাড়াচ্ছেন অসহায়দের। দিয়ে চলেছেন ভরসা।
রবিবার শিলিগুড়ি হাকিমপাড়ার উদয় প্রতিবন্ধী স্কুলে ৩০ জন পড়ুয়াদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিলি করেন তিনি। এদিন এই খাদ্যসামগ্রী পেয়ে খুশি ছাত্রছাত্রীর পরিবার পরিজনেরা।