অবতক খবর,১ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের কামরা গ্রামের সহযোগিতায় কামরা নিউ জনকল্যাণ সংঘের

পরিচালনায়, জনকল্যাণ সংঘের প্রাঙ্গণে চার দিনের ৫০তম কালীপূজার শুভ উদ্বোধন হয়।
পূজার উদ্যোক্তারা উত্তম নন্দী, মলয় কুমার দে জানান এই কালীপূজা ৫০ তম বছরে পদার্পণ করে। তাই আজ রাতে কালীপূজার মন্দির প্রাঙ্গণে নাচ গানসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কালীপূজা মন্ডপের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে বিশিষ্ট সমাজসেবী কুমারজিত পান কে সঙ্গে নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি নিউ জনকল্যাণ সংঘের ৫০ তম বছরের কালী পূজার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি বলে জানান গ্রামবাসীরা। উদ্বোধনে এসে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন আমরা চাই এই ধরনের ধর্মীয় উৎসব অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম ,সব সম্প্রদায়ের, সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হন। এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে এসেছেন ধর্ম যার যার নিজের, উৎসব সকলের, তাই কালীপুজোকে কেন্দ্র করে যে উৎসবের আয়োজন তাতে সকলে মেতে উঠুন। এখানে কোন ধর্মীয় ভেদাভেদ নাই। আমাদের মাঝে কোন বিভেদের প্রাচীর তৈরি করতে না পারে , আমরা যেন সবাই একত্রিত হয়ে ,সব ধর্মসমন্বয়ের বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে এটাই আমাদের ঐতিহ্য বলে তিনি জানান।
পাশাপাশি উদ্বোধনের অনুষ্ঠান থেকে এলাকার গরিব দুস্থ অসহায় প্রায়১০০জন মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দেন পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে।