এবার সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ ,অসহযোগিতার অভিযোগ তথ্য উঠে এল নদীয়া জেলার তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিকের কর্তা শুভময় মিত্রের বিরুদ্ধে।এমন কি সাংবাদিদের নিয়ে প্রশ্ন তুলেছেন শুভময় ।একজন তথ্য আধিকারিকের এই ধরণের আচরণ যথেষ্ট ক্ষুদ্ধ সাংবাদিকেরা ।তবে অভিযোগ এ খানেই শেষ নয় ।ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে ।অভিযোগ ওঠে আরএনআই প্রাপ্ত একটি দৈনিক সংবাদপত্রের নির্বাচনী কাজ ইস্যু করা নিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি ।

জানা যায় ,এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে নদীয়া শাখার ইডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোপ
ডেপুটেশন ও লিখিত অভিযোগ জানানো হয় তথ্য আধিকারিকের কাছে ।কভার করার জন্য নির্বাচন কমিশন নির্বাচনী কার্ড ইস্যু করে ।নির্বাচনী কার্ড ইস্যু করতে নারাজ জেলা তথ্য আধিকারিকের কর্তা শুভময়| এবং এই বিষয়ে তার সাথে কথা বলতে  গেলে সাংবাদিকদের সাথে অভব্য আচরণ করেন এবং তাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এমনটাই সূত্রের খবর ।