অবতক খবর,৭ জানুয়ারিঃ দিদির সুরক্ষা কবচ নিয়ে মেদিনীপুর ফেডারেশন হলে একটি সাংবাদিক সম্মেলন করলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া! উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ীকা জুন মালিয়া, তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। অনুষ্ঠানে বিশেষত দিদির সুরক্ষা কবচ প্রকল্পে কি কি সুবিধা সাধারণ মানুষ পাবে, এবং এই প্রকল্প কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে, সেই সাথে কোথায় কজন প্রতিনিধি কিভাবে সাধারণ মানুষের কাছে কোন কোন এলাকায় যাবে সেই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়। আমরা সবাই সবদিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবো, ডাইরেক্টলি লোকাল নেতৃত্বের সাথে কথা বলে, সকল মানুষের সাথে কথা বলে আমরা কাজ শুরু করব। এটার দারা আমরা বাংলার ঘরে ঘরে পৌঁছতে পারবো এটাই আমাদের উদ্দেশ্য।” কিন্তু মেদিনীপুরের পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জুন মালিয়া জানান, “মেদিনীপুরে কোনো অনাস্থা আনা হচ্ছেনা। কলকাতা থেকে জেনে এসেছি। কেউ বা কোনো সাংবাদিক ভুল খবর দেখালে বা প্রচার করলে আইনি ব্যবস্থা নেবো।