নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: দলের রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ তুলে ও তার প্রতিবাদে পথ অবরোধে শামিল হলেন বিজেপি নেতা- কর্মীরা । বুধবার বাঁকুড়ার পাত্রসায়র এলাকার কাকরডাঙ্গা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু বিজেপি নেতা কর্মী। ফলে ব্যস্ততম ঐ জাতীয় সড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য মানুষ।
এই ঘটনার প্রতিবাদে পাত্রসায়ের বিজেপি মন্ডল টু এর সভাপতি তমাল কান্তি গুই এর নেতৃত্বে দলীয় কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ।