অবতক খবর,২৪ নভেম্বর,নববারাকপুর: দুয়ারে সরকারের পর দুয়ারে সভাপতি। সাত সকালে পরিষেবায় দুয়ারে সভাপতি। দুয়ারে সরকারের পরিষেবায় অনেক মানুষ কর্মব্যস্ততায় পঞ্চায়েত অফিসে কিংবা বিভিন্ন স্কুলে শিবিরে যেতে পারত না। বাড়ির সামনে সাতসকালেই দুয়ারে সভাপতি হাজির হলেন। অভিনব উদ্যোগ ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ পঞ্চায়েত সদস্যদের সাথে নিয়ে রবিবাসরীয় সকালে বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতর অধীনে নবকামারগাতি কলোনীর পুকুরপাড় এলাকায় এলাকায় চেয়ারে বসে রীতিমতো রেজিস্টারে নাম ঠিকানা লিপিবদ্ধ করে শুনলেন অভাব অভিযোগ সমস্যা। বাসিন্দা দের কারো বাড়ির সামনে নোংরা আর্বজনা জমে দুর্গন্ধে ভ্যাট হয়েছে কিংবা ড্রেনে নর্দমায় দীর্ঘদিন জল জমে আবার কারো বা লাইট পোস্টে পর্যাপ্ত আলোর অভাব অভিযোগ সমস্যা শুনে বাস্তবায়নের আশ্বাস দিলেন। এলাকাবাসী খুশি সভাপতির এহেন প্রভাতী পরিষেবা চালুর ফলে।