অবতক খবর ,অভিষেক দাস,মালদাঃ- কৃষি আইন বাতিল, বিহারের মত পশ্চিমবঙ্গেও নতুন মদের লাইসেন্স বাতিল, শ্রমিক স্বার্থবিরোধী আইন বাতিল সহ মোট সাত দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল AIDSO । এই মর্মে এদিন সংগঠনের কর্মীরা হাতে প্ল্যাকার্ড সহকারে মালদা শহরে রথবাড়ি থেকে মিছিল করতে করতে এসে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়।
এরপর সাত দফা দাবি নিয়ে এই দাবি পত্রটি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক সুভাষ সরকার জানান। রাজ্যজুড়ে আজ সংকটে পরিযায়ী শ্রমিকরা। তাদের কাজের ব্যবস্থা করতে হবে, নারী নির্যাতন বন্ধের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কৃষি বিল বাতিল করতে হবে সহ একাধিক দাবি নিয়ে আজ তারা পথে নেমেছে। এই মর্মে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়।