চলে গেলেন
জনপ্রিয় প্রতিবাদ মুখর চিত্রশিল্পী ওয়াসিম কাপুর
সাদা ক্যানভাসে এখন নীল রঙ
তমাল সাহা
ওয়াসিম কাপুর—
সামনে সাদা ক্যানভাস
রঙে ডুব দিয়েছে তুলি।
এগিয়ে চলছে তুলির টান
ক্রমাগত জীবন্ত হয়ে উঠছে কথা বলছে ছবিগুলি।
হৃদয়ে আবেগ ঘনীভূত হলে
কিভাবে চিত্র হয়ে ওঠে বাঙ্ময়—
তার হাতের দ্রুতি দিয়েছে তার পরিচয়।
অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি
তার তুলিতে ভাষা পায়।
ঘনিষ্ঠতার অনেক সম্পদ আছে তার আঁকার থলিতে
দেবীপ্রসাদ চৌধুরী,ফিদা হুসেন, যামিনী রায়।
ছবি আঁকতেন,চিত্রশিল্পী—
এটাই নয় তার সম্পূর্ণ পরিচয়।
তিনি ছিলেন শিল্পীর মতো শিল্পী
বাস্তবতা তার চোখে প্রতিভাত হয়।
জেনে রাখো একথা,
ওয়াসিম মানে সুদর্শন, সৌন্দর্যময়!
বামপন্থী মনন তার
অন্যায়ের প্রতিবাদে শিল্পী ছিলেন সক্রিয়।
হাতে তুলি,
পদাতিক শিল্পী ছিলেন তিনি
দেশে বিদেশে সর্বজনের প্রিয়।