অবতক খবর, সম্পা ভট্টাচার্য জলপাইগুড়ি :- বিশ্বজুরে আতঙ্ক সৃষ্টিকারী করোনা আবহে সরকারি এবং প্রশাসনিক নির্দেশ , সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রাহকদের ভীড় উপচে পড়লো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তথা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাল শাখায়। বুধবার সকালে প্রচুর গ্রাহকের ভীড়ে ঠাসা লাইন দেখা যায় ব্যাঙ্কের সামনে। সেখানে সামাজিক দূরত্ব তো ছিলই না, বহু গ্রাহকই ছিল মাস্কহীন।স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাঙ্কের গ্রাহক সঞ্জয় পোদ্দার।
সঞ্জয়বাবু বলেন, অতিমারী মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে।কিন্তু এখানে যেভাবে লাইনে গ্রাহকরা দাঁড়িয়ে আছে,তাতে সংক্রমণ মারাত্বকভাবে ছড়িয়ে পড়তে পারে। এভাবে সংক্রমণ ছড়িয়ে পড়লে এর দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।