অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে পথে নামলো হাওড়া তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করেন রাজ্য সমবায় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সদরের চেয়ারম্যান অরূপ রায়। করোনা আবহে মিছিলে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে ভালোই ভিড় হয়।
মন্ত্রীর অভিযোগ কেন্দ্র রাজ্যের প্রাপ্য জিএসটির টাকা দিচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন রাজ্যবাসী। তিনি জানান কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করতেই তৃণমূল কর্মীরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তিনি অভিযোগ করেন যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে তারা কখনো বাংলার জন্য কোনো ত্যাগ করেনি। বাংলার জন্য এক বিন্দু রক্ত ঝরায় নি। তাই তাদের সেই স্বপ্ন সত্যি হবে না। তিনি আরো অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার এই বাংলা থেকে জিএসটি ও অন্যান্য কর বাবদ টাকা নিয়ে যাচ্ছে। বাংলা কে দখল করবে বলে তারা রাজ্যের প্রাপ্য টাকা ফেরত দিচ্ছে না। প্রায় ৫৪ হাজার কোটি টাকা বাংলার প্রাপ্য। কিন্তু সে টাকা দেওয়া হচ্ছে না। বাংলার সাথে বঞ্চনার অভিযোগ তোলেন মন্ত্রী। তাই দল বাধ্য হয়েছে রাস্তায় নামতে।
তিনি আরো বলেন মার্চ মাস থেকে সেপ্টেম্বর অবধি করোনার কারণে দল কোনো কর্মসূচি পালন করেনি। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে আজকে তারা রাস্তায় নেমেছেন। এতদিন ধরে দলীয় কর্মীরাও অপেক্ষা করছিলেন দলীয় কর্মসূচি তে অংশগ্রহণ করার জন্য। তাই আজ দলের ডাকে এই কর্মসূচি তে তারা উজাড় করে এসেছেন। পাশাপাশি হাওড়ার মতো অতি সংক্রমিত জেলায় এভাবে সামাজিক দূরত্ব বজায় না রেখে দলীয় কর্মসূচি কতটা সঙ্গত সেই নিয়ে উঠছে প্রশ্ন।