অবতক খবর,২০ জুলাই: আজ কাঁচরাপাড়া পৌরসভার প্রাঙ্গণে পৌরসভার অনুমতি নিয়ে তৃণমূল মহিলা সংগঠন সামিয়ানা’র ব্যানারে ১ হাজার বৃক্ষের চারা ২৪টি ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে বিতরণ করে।

করোনা পরিস্থিতিতে পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য তারা এই কার্যক্রমটি গ্রহণ করেছেন বলে জানালেন মহিলা নেত্রী শম্পা শীল। ‌উপস্হিত ছিলেন মহিলা নেত্রী কেয়া ঘোষাল।

এই গাছগুলি পৌর প্রশাসক সুদামা রায়,প্রাক্তন উপ পৌরপ্রধান মাখন সিনহা, খোখন তালুকদার, প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, বাণীব্রত মন্ডল, অশোক মন্ডল,মহিলা নেত্রী আলোরানি সরকার প্রমুখ কাউন্সিলরদের হাতে তুলে দেন।
বৃক্ষগুলি ছিল মেহগিনি,শাল,শিরীষ,শিশু, পলাশ, অর্জুন, আকাশমণি। অন্যদিকে ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম,জাম,কাঠাল,লেবু, পেয়ারা,সুপারি বিভিন্ন বৃক্ষচারা।

আলোরানি সরকার জানান বৃক্ষই মানুষের প্রাণ। একটি গাছ একটি প্রাণ স্লোগান রয়েছে।‌সেটাকে মাথায় রেখেই বর্তমান করোনা পরিস্থিতিতে পরিবেশ রক্ষার জন্য তারা বৃক্ষচারা বিতরণ করেছেন। ‌