অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বহরমপুর টেক্সটাইল মোড়ে সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো। তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী গত লোকসভা ভোটের আগে তাদের ন্যূনতম বেতন ঠিক করে দেবেন বলেছিলেন ,কিন্তু তা এখনও পর্যন্ত হয়নি।
তাদের দাবি ১৫০০০ টাকা বেতন ও তাদের স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে , ডেঙ্গু ও কোভিদ নাইনটিন এর মত রোগের ক্ষেত্রে সুরক্ষা দিতে হবে। কর্ম নিশ্চয়তা ও স্থায়ীকরণ করতে হবে।
১৫০ দিনে সোশ্যাল অডিটের প্রধান দাবি মানতে হবে। না মানা হলে ভবিষ্যতে বড়োসড়ো আন্দোলন ও অনশন করা হবে বলে জানানো হয় ।