অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ,  কোচবিহার, ১০ আগষ্ট ::  সারাবাঙলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এর পক্ষ থেকে বিডিওকে ডেপুটেশন দিলেন ভি,আর,পিরা। সোমবার শীতলকুচি বিডিও অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে ডেপুটেশনে সামিল হন গ্রামীণ সম্পদ কর্মীরা। তারা নিজেদের সরকারি কর্মচারী হিসেবে বেতন সিস্টেমের দাবী করেন।

তাদের কাজে নিরাপত্তা এবং সরকারি ভাবে জীবন বীমা করারও দাবী জানান। সংগঠনের সভাপতি ভিআরপি হরিশ্চন্দ্র বর্মন জানান সুনির্দিষ্ট নিয়োগ পদ্ধতিতে পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ভিআরপিদের মনোনীত করে এইপদে নেওয়া হয়েছে, কাজেই তাদের চাকরিকে নিশ্চিতকরণ করতে হবে।

সর্ব্বোপরি মুখ্যমন্ত্রী নিজেই ভিআরপিদের সরকারি বেতন সিস্টেমে নেবার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সংগঠনের শীতলকুচি ব্লক কমিটির কোষাধ্যক্ষ মৃন্ময় রায়। আজকের ডেপুটেশনে মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি পালনের দাবী জানানো হয়েছে বলে সংগঠনের সম্পাদক মনিগোপাল বর্মন জানিয়েছেন। বিডিও অফিস সূত্রে জানানো হয়, ভিআরপিদের ডেপুটেশন গ্রহণ করা হয়েছে, তবে তাদের দাবীগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।