অবতক খবর,১৭ মে: আজ সিটু দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কাঁচরাপাড়া অঞ্চলে ত্রাণ বন্টন করা হয়। আরপি স্কুল সংলগ্ন মলয়ের দোকানকে কেন্দ্রস্থল করে এই ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়। আজ প্রায় ২০০ মানুষের মধ্যে তারা এই ত্রাণ বন্টন করেন এবং তাদের প্রত্যেকের নামে কুপন বিলি করেন। কুপনের বিনিময়ে তারা এই কেন্দ্র থেকে ত্রাণ নিয়ে যান।
নেতৃবৃন্দ জানান, প্রথমে ঠিক হয়েছিল ৫০ জনকে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সিটু ইউনিয়নের কর্মীরা মনে করেন যে এই ত্রাণের সংখ্যা বাড়াতে হবে। শেষ পর্যন্ত সেটার সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৩০ জন। এই ২৩০ জনের জন্যই খাদ্য প্যাকেট তৈরি করা হয়। এই কাজে সহযোগী শক্তি হিসেবে শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জী তো উপস্থিত ছিলেনই, আর যে সমস্ত সহযোগীরা এবং যে সমস্ত সহকর্মীরা এই বিলিবন্টনে সাহায্য করেছেন বাবলু মল্লিক প্রদীপ,বিশ্বাস, মলয় দাস, সজল দাস, পিনাকী মজুমদার, প্রতীক বিশ্বাস এবং অন্যান্য কর্মীবৃন্দ।