অবতক খবর: রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। গোঁটা প্রক্রিয়া আদালতে গড়িয়েছে। নতুন করে ১৫ টি বুথে ভোটের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই আবহে ‘২০২৪-এর লোকসভা ভোটের পর বাঘে-গরুতে একঘাটে জল খাবে’ বৃহস্পতিবার এই মন্তব্য শোনা গিয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের থেকে।

সুকান্তর কথায়, ‘২০২৬-এর বিধানসভায় তৃণমূল-সিপিএম-কংগ্রেস একজোট হয়ে লড়লে অবাক হব না’। প্রসঙ্গত, রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই নিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘’ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে রাজ্যপালেরও থাকা উচিত। রাজ্যপালের মণিপুরেও যাওয়া উচিত। রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন রাজ্যপাল’। মনোনয়ন পর্ব থেকে ভোট গ্রহণ পর্বে রাজ্যপাল সন্ত্রাস কবলিত রাজ্যের বিভিন্ন জায়গাতে ছুটে গিয়েছেন। ফলে দেখা গিয়েছিল রাজ্যপাল বনাম রাজ্যের সংঘাত বিশেষ মাত্রা পায়।

এদিন সুকান্ত মজুমদার তোপ দেগে বলেন, ‘সিপিএম-কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। তৃণমূলের সঙ্গে ছদ্মবেশে লড়াই করছে সিপিএম-কংগ্রেস’। রাজ্য বিজেপির সভাপতি যখন সিপিএম- কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন এইদিনেই ভোট সন্ত্রাস ও ভাঙড়কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বাম-কংগ্রেস-আইএসএফ। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত বাম-কংগ্রেস-আইএসএফের মিছিল ঘিরে ছিল টানটান উত্তেজনা।