অবতক খবর,২৭ মে,কলকাতা,সুমিত: কয়লা পাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা এড়ালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আপাতত ১৫ দিনের জন্য সময়সীমা চেয়ে নিয়েছেন তিনি। মূলত বৃহস্পতিবার রাতেই তিনি সিবিআইকে জানিয়ে দিয়েছেন যে তিনি উপস্থিত হতে পারবেন না। আইনজীবীর মাধ্যমে সিবিআইকে ইমেল মারফত সে কথা জানালেন তিনি। শওকত মোল্লা জানান কিছু রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম থাকার জন্য আগামী ১৫ দিন তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না।
জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে শুক্রবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শুক্রবার তিনি বাড়ি থেকে বেরিয়ে জীবনতলায় আসেন। এরপর সদ্ভাব মণ্ডপে তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য,শওকত মোল্লাকে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছিল সূত্র মারফত জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর তৃণমূল বিধায়কের নামে কোনও কোম্পানি এবং সংস্থা যদি থাকে সেই সম্পর্কিত যাবতীয় নথিও তাঁকে জমা দিতে বলা হয়েছিল।