অবতক খবর,১৬ সেপ্টেম্বর: সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে চাকরির দাবিতে আন্দোলন বারাসাত ডিপিএসি অফিসে। সেই আন্দোলনে অসুস্থ এক। আন্দোলনকারির নাম সঙ্গিতা ঘোষ বিশ্বাস।ডিএল এড প্রশিক্ষিত টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের আন্দোলন। এদিন একটি ল্যাবরেটরি থেকে লোক নিয়ে এসে শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিজেদের কপালে রক্ত তিলক এঁকে আন্দোলন। সেই সঙ্গে সার্টিফিকেটের প্রতিলিপিতেও রক্তের লেপন। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের টেট উত্তীর্ন ডি এল এড পাশ এই সব চাকুরী প্রার্থীদের দাবী চাকরি আশায় তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন।মুখ্যমন্ত্রীর নজর কাড়তেই তারা এই আন্দোলনের পথে।শরীর থেকে রক্ত বেড় করার জন্য তারা একটি ল্যাবরেটরি সংস্থার কর্মীকেও নিয়ে আসেন।
তার বক্তব্য, আন্দোলনে সমর্থন জানাতে বিনা পারিশ্রমিকে এই কাজ করছেন।এমন ভাবে খোলা রাস্তায় শরীর থেকে রক্ত বেড় করে আন্দোলন শিক্ষিত মানুষ হিসাবে সমাজে কি বার্তা দিতে চান সেই প্রশ্নের উত্তর এড়িয়ে আন্দোলনকারীদের দাবি, তারা নিরুপায়।জীবনের বড় অংশ এই চাকরি পাওয়াতে চলে গিয়েছে। তাই বাধ্য হয়ে আত্ম নির্যাতনের পথে অহিংস আন্দোলন করছেন তারা।দাবি একটিই, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখুন।একই সঙ্গে কলকাতা হাইকোর্ট তাদের নিয়োগ নিয়ে কি রায় দেন সেই দিকেও তাকিয়ে আছেন তারা।