অবতক খবর,৪ নভেম্বর: উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্তের আমুদিয়া সীমান্তে কৃষকদের যে রায়ত সম্পত্তি রয়েছে তার উপর একদিকে সবজি ফসল পটল উচ্ছে ঝিঙে বরবটি অন্যদিকে ধান চাষ করে তারা জীবিকা নির্বাহ করে।
হঠাৎই দেখা গিয়েছে সকালে উঠে কৃষকরা দেখছেন বিঘেকে বিঘে ফসল কাটা রয়েছে মাঠের মধ্যেই, এমনকি ধানও কেটে ফেলা হয়েছে। কৃষকরা জানাচ্ছেন আমরা কষ্ট করে এই চাষ গুলো করে জীবিকা নির্বাহ করি বিএসএফ রাতের অন্ধকারে এসে আমাদের জমির ফসল কেটে দিয়েছে এ ব্যাপারে ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসারের কাছে গেলে জানতে চাইলে তারা এ ব্যাপারে কিছু বলতে চাইনি। সূত্রের খবর সীমান্ত নিরাপত্তার স্বার্থে এই জমির ফসল কাটা হয়েছে কিন্তু এইসব মানতে নারাজ সীমান্তের কৃষকরা প্রায় ৫০০০ চাষী তাদের নিজস্ব সারা বছর মরশুমের বিভিন্ন সময় সবজি ফসল তৈরি করে থাকেন আর তার থেকে যে সব রুজি রোজগার হয় একদিকে তাদের সংসার চলে অন্যদিকে ছেলেমেয়েদের পড়াশোনা পাশাপাশি দৈনিক জীবনে তাদের এর উপর নির্ভর করে চলতে হয় তাই বাধ্য হয়ে এবার গ্রামের মানুষ গণ স্বাক্ষর করে বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুন নাহার গণস্বাক্ষর করে তাদের এই অভিযোগ জানিয়েছেন এ বিষয়ে তিনি বলেন ,আমরা পঞ্চায়েতের তরফ থেকে একদিকে বিএসএফদের সঙ্গে বসবো অন্যদিকে স্বরূপনগর থানায় পুরো বিষয়টা জানাব এমনকি স্বরূপনগর ভিডিও কে লিখিতভাবে এই ঘটনা জানাবো।
কৃষক মোস্তফা গাজী সেরিনা বিবি জানাচ্ছেন, আমাদেরকে মাঠে গেলে সীমান্তরক্ষী বাহিনী সবজি ফসল কেটে দেওয়া থেকে শুরু করে চাষীদের বিভিন্নভাবে হেনস্থা করে বলে অভিযোগ গ্রামবাসীদের। এলাকার মানুষের থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ করলেন কৃষকরা সেই সাথে সাথে প্রশাসনের কাছে আবেদন রাখলেন যাতে এই সমস্যার সমাধান হয় এই বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী কোন মন্তব্য করতে চাইনি।