অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ দোবিলা সীমান্তের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ধুবুলিয়া থেকে প্রায় সাড়ে ২৭ কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা, সঙ্গে এক মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ।
বিএসএফ সূত্রে এদিন ভোর বেলা খবর পায় দোবিলা গায়েন পাড়া কিশোর গায়েনের বাড়িতে হানা দেয় সীমান্তরক্ষী বাহিনী। প্রচুর পরিমাণে রুপোর গয়না মজুত আছে এমনটাই খবর পাই বিএসএফ। তখনই বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের দোবিলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রচুর পরিমাণে বিএসএফ নিয়ে বাড়িটিকে ঘিরে ফেলে। পরে তল্লাশি করে সেখান থেকে রুপোর গয়না গুলো উদ্ধার করে। এই গহনা গুলো বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে মজু্ত করা হয়েছিল। এই ঘটনায় রুপালি গায়েন নামে এক মহিলা পাচারকারকে গ্রেফতার ক্রা হয়েছে। পাচারকারীসহ রুপোর গহনা তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।