অবতক খবর, সংবাদদাতা, বারাসাত :: ভোজন পিপাষু বাঙালিদের জন্য সুখবর। বাংলাদেশ সরকার 2012 সাল ইলিশ এক্সপোর্ট বন্ধ করে দেয়। দীর্ঘ সাত বছর পরে ২০১৮ সালের বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা উপলক্ষে 500 টন ইলিশ পাঠিয়েছিলো বাংলাদেশ সরকার কিন্তু তার পর কেটে গেছে আর এক বছর। আর পশ্চিম বঙ্গের মানুষের পটে পড়েনি পদ্দার ইলিশ।
তবে সামনে তাই ফের এবারও বাংলাদেশ সরকার ১৫০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করবার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতই সোমবার সন্ধ্যায় পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই দুটি ট্রাক ।
আপাতত দুটি ট্রাকে ১২ টন ইলিশ পৌছাল ভারতে। পুজোর এক মাস সময় মধ্যে এই বাকি ইলিশ আসবে বলে সূত্রের খবর। আর এই খবর পেয়ে ভীষণ খুশি আপামর বঙ্গবাসী।