যে মেয়েটি রুচি ও সৌজন্যের প্রকাশ কিভাবে প্রদর্শন করতে হয় তাও আমাদের শেখালো। ১ সেপ্টেম্বর ২০২২ রেড রোড অনুষ্ঠান মঞ্চে মেয়েটি বললো, বাংলার শারদ উৎসবের এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার একার নয়, এটা সর্বজনীন। এই কৃতিত্বের দাবিদার সমগ্র বাঙালি।
একটি মেয়ে এই মিছিলে ছিল না
তমাল সাহা
আড়াই কোটি টাকা একটা এক ঘন্টার মিছিলের দাম তার জৌলুস দেখে বৃষ্টিরা কেঁদে ফেলেছিল
বৃষ্টিরা কাঁদলেও মিছিলটা হয়েছিল,মিছিলটা হয়েছিল জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত
মিছিলে দুর্গার মূর্তি ছিল
পুরুলিয়ার ছৌ নাচ ছিল
ধামসা মাদলের উদ্দাম নৃত্যছিল
মিছিলে একশ ঢাকি ছিল, একশ বাউল ছিল তারা সুসজ্জিত ছিল
মিছিলে বিশিষ্টজনেরা ছিল,মন্ত্রীরা ছিল
শুধু একটি মেয়ে ছিল না।
যার কারণে এই মিছিলের ইজ্জত
যার কারণে এই শোভাযাত্রা
যার কারণে বাংলার এই লৌকিক উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল, বিশ্বজনীন মর্যাদা পেয়েছিল
শুধু সেই গবেষক মেয়েটি এই শোভাযাত্রায় ছিল না।
ধর্ষকের দ্বারাই শুধু কোনো নারী ধর্ষিতা হয় না, শারীরিক শ্লীলতাহানি করলেই শুধু ধর্ষণ হয় না
রাষ্ট্রও নারীর ইজ্জত সম্মান লুটে নিতে পারে সেটাও একটা ধর্ষণ
বাংলার বিপ্লবী নারী বীণা দাস শান্তি দাস ইন্দুসুধা ঘোষ বনলতা দাশগুপ্ত হিজলি জেলে দুর্গোৎসবের পরিবর্তে রবীন্দ্রনাথের তপতী নাটকটির মঞ্চায়ন করেছিল
এই মিছিলে তপতী নামের মেয়েটির কোন উল্লেখই ছিল না
তপতী নামের একটি মেয়েই ইউনেস্কোর এই সম্মান এনে দিয়েছিল