অবতক খবর, বাঁকুড়াঃ আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ২০২০ । জীবনের প্রথম পরীক্ষায় যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করল সোনামুখী বনদপ্তর । সোনামুখী জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীরা জঙ্গল পেরিয়ে সোনামুখী শহরে পরীক্ষা দিতে আসে । তাই হাতির সামনে পড়ে যাতে পরীক্ষা বন্ধ না হয় সে কথা চিন্তা করেই বনদপ্তরের এই উদ্যোগ । সোনামুখী বনদপ্তর এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ।

শেখ শফিক নামে এক অভিভাবক বলেন , বনদপ্তর যে উদ্যোগ নিয়েছে এটাকে আমরা ভালো মনে করছি । এতে আমাদের অনেকটা সুবিধা হবে । আব্দুল শেখ নামে অপর এক অভিভাবক বলেন , এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ।

সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন , আমরা প্রতিবছরই বাঁকুড়া নর্থ ডিভিশনের ডি এফ ও সাহেব বলেন, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে একটা বড় পরীক্ষা ওরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং আসতে পারে তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি । এতে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা খুবই উপকৃত হবেন ।