অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া : করোনাময় পরিস্থিতিতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটেছে ফলে কিছুটা হলেও আর্থিক সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে । তাই বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা যাচাই করতে এদিন সোনামুখী পৌরসভার সবজি বাজার , মাছের বাজার ঘুরে দেখলেন বিষ্ণুপুর সাব ডিভিশনের প্রাইস ওয়াচ কমিটির আধিকারিকরা । পাশাপাশি সোনামুখীর কোল্ডস্টোরেজ ঘুরে দেখা দেখলেন তারা ।
এসডিও অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট , ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার , এগ্রি মার্কেটিং দপ্তরের আধিকারিক ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিক , সোনামুখী পৌরসভার চেয়ারম্যান এবং সোনামুখী থানার ওসি নিজেরা বাজারের দোকানদারের সঙ্গে কথা বলেন এবং সবজি মাছের দাম সঠিক রয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন । তবে এখনো পর্যন্ত সোনামুখী বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে জানাচ্ছেন বিক্রেতারা ।
সোনামুখী পৌরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখার্জি বলেন , অসাধু ব্যবসায়িরা যাতে করে কালোবাজারী না করতে পারে সেই জন্যই এই বাজার পরিদর্শন । তবে বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি ।